কি এমন পরশ
যার আকাংঙখায়
হয়ে যায় দেবদাস
হয়ে যায় আত্বভোলা পাগল ।
আর ও কত কি !


যুগে যুগে কবিরা লিখেছে
প্রেমময় কাব্য সম্ভার
আমিও সে আকাংঙখায়
পথ বিচ্যুতি নই।


কথা, পরিচয়, দেখা,
সু কন্ঠের শব্দ সংগীত
মিষ্টি বদনের লাস্যময়িতা
সব মিলিয়ে শরীর আর
মননে বাজেঁ কাছে পাওয়ার আকাংঙখা


মৌ মৌ রব
চৌদিকে ও দেহের সুবাশ
নির্বোধ কৌশল আর
অন্তিক অন্বেষনে ,
সুযোগ খুজি ছোয়ার ।


জৈবিক বিদ্যুৎ তরঙ্গ শক্তি
ক্ষনিকের এ পাওয়ায় ভুলে যাই,
জম্ম মৃত্যু অতীত বর্তমান
সব সব সব
প্রকৃতির কি অনাবদ্য সৃষ্টি !