আসন্ন তিতলি আতংক আমার
লন্ডভন্ড মনের বেরীবাঁধ,
দ্বৈরথ মৈথুনে হয়নি মিলন দুজনে
থেকে যাবে কি অপূর্ণ সাধ !


রুক্ষ আকাশ দমকা বাতাস
নিরবধি অজস্র বৃষ্টির বিনু,
একই ছাউনির নিচে একটি গৃহ
সে ঘর এখন ও নাহি বাঁধিছিনু ।


লুন্ঠিত মন আমার অস্পষ্ট  ভাষা
অস্থির বিমূর্ত হারিয়েছি দিশা,
দুটি গ্রহ হবে কি কখন ও এক
নাকি বালুচরে সব দুরাশা ।


ওহে তিতলি করুণা করো আমায়
প্রলুব্ধ বিকিরনে পাশ কেটে যাও,
মিলিত হও সাগর মহাসাগরে
স্থিরতা এনে মহাকাশে শান্ত হও ।