তুমি একসময় ছিলে
নবান্নের আগমন বার্তা ,
কৃষানীর মুখের হাসিঁ
ছিলে পান্তা ভাতের প্রিয় আলুর ভর্তা ।


তুমি ছিরে নতুন ধানের
রকমারি নব পিঠার উৎসব
তোমার আগমনে প্রকৃতিতে আসতো
সাজ সাজ রব ।


তুমি ছিলে ব্যবসায়ীর
হালখাতার মেলা,
কৃষকেরা বকেয়া দিত
সকাল সন্ধ্যা বেলা ।


কিন্তু আজ!------


তুমি হলে ঝাপটা ইলিঁশ
নিধন করার তুফান,
বেহায়াপনা বিশ্রী পোশাকে
কপোত কপোতির মিলন ।


তোমার উপর ভর করে
বিশ্রী মন বায়না ধরে,
পহেলা বৈশাখ তারিখ করে
নিজকে বিলায় যত পারে ।


তুমি হলে অর্থ নাশের
বাৎসরিক ভাইরাস,
অসমাজিক রক্ষায় অর্থ নাশের
তরুপেরই তাস ।


এসো না তুমি আর বাংলায়
চলে যাও অন্য জায়গায়,
যেখানে অপসংস্কৃতি গ্রহন
করাব না তোমায় ।