হায়রে নিঠুরিয়া
বরষা ভরা বান,
মাটির ঘর গেলোতো পরে
দেয় একটু ভাটির টান ।


ভেসে গেল হান্ডি পাতিল
নিয়ে গেল পাটিটা,
আমার খোকার বই গুলো আর
ভাসিয়ে নিল বাটিটা ।


কোথায় পাবো কি খাবো
খোকা আছে পাঠশালায়,
আসিয়া দেখিবে দৈন্য দশা
কাঁদিবে বুক ভাসাই ।