জীবনের প্রফুল্লতরা
ধিক্কার পেখম তুলে,
বিদায়ের হাত নাড়ছে,
অশান্ত স্নায়বিক মনের মধ্য মণিতে বসে,
কলংকিত করছে মনের আসন ।
বিনাশ আজ সভ্যতা,
হারিয়ে যাচ্ছে সুশীলরা ।


সভ্য লোকালয় আজ,অসভ্যতার ভয়ার্থ শ্মশান ।
থেমে যাচ্ছে নির্মল সকালের ,
ভোরের পাখির মনোহরী গান ।
সভ্যতায় ভাটিন টান,
সুবচনের শব্দ চাপা পড়েছে,নৈশব্দের কোলাহলে,


অসভ্যরা সভ্যতার ফানুস উড়াতে ব্যস্ত ।
             তবু মন ভাঙ্গিনী
ঘুরে দাঁড়িয়ে চালাতে হবে,নীরব কলমের সংগ্রাম ।
         তোমরা কি আছো জেগে ?
নাকি ম্যাকাপলাগা শয্যায় শয়নে আছো ।
         উঠো হুংকার ছাড়ো,
বজ্রকন্ঠে বলো-দুর্নীতি মুক্ত সমাজ চাই ।