তোমার শ্রুতিমধুর কন্ঠ
আমার কর্ণে অমৃত
সুধার মতো লেগেই আছে ।
তবু হৃদয়ের গহীনে
তোমায় নিয়ে ঘর করা
স্বপ্নে জোয়ারে ভেসে গেছে ।


দৃষ্টির অন্তরালে থেকে
নীশি ক্ষনে কড়া নেড়ে
অনাহুত মনটা দুলছে ।
স্বপ্নচারিনী ক্ষনিক এ বাসরে
ক্ষনিক অন্য কপোতের
শ্যাম রাখি না কুল রাখি ভাবছে ।


খুজিনা তোমার কাছে বিশুদ্ধতা
হবোনা ব্যকুল তোমাতে
ঐ দেখো নিঃসঙ্গতা আসছে ।
অপলক দৃষ্টিতে সঙ্গহীন নয়নে
বিষময় অস্থিরতার গহ্বরে
দেখিবে নয়ন প্রকৃতি হাসছে ।