চামড়া বেষ্টিত গুদামে
একগাদা প্রেমের স্তুপছিল ,
৯১২ দিন ধরে
ক্ষণে ক্ষণে দিতে গিয়ে
আমি এখন শূণ্য ,
লাস্যময়ী সে ষোড়শী পরিপুর্ণ ।


কিছুই তো দিলে না আমায়
দেবে বলে সময় অসময়,
না ভেবে শূধু দিতেই থাকলাম,
স্রষ্টা প্রদত্ত নিঃস্বকলংক মায়া ।
অপেক্ষার প্রহর তোমার জন্য
সব কেড়ে নিয়ে করেছো ধন্য ।


বদন উল্টামুখী
মন এখন উর্ধ্বমুখী,
দুই মুখীর বনিতা দেখে,
তড়িৎ হাতড়িয়ে দেখি,
হৃদয় ভরা মায়ার স্তূপ
শুণ্যে ভরা গভীর কুপ ।


আজ শূকনো পাতার মর্মর শব্দ
ডাহুক ডাহুকের মমতাময় ডাক
হিমাংন্কের সহনীয় বাতাস,
মায়াময় জোছনার নিঃসঙ্গ মৈথুন
সবাই আমায় পিছনে ফেলে
শুণ্যে দেহ নিমায়ার জেয়ালে ।