কত বসন্ত কত কল্পনায়
কত ছোয়া দিলে তুমি,
স্বপ্নে যবনিকায় মধুর বাস্তবতায়
কত যে সুখ জানে অন্তরযামী ।


অর্ধশয়নে তোমার অপেক্ষনে
নাতিশীতোষ্ণ সেই বিকালে,
ঘুমের ভানে দেখছি আড়নয়নে
তুমি আসবে বলে ।


আমি জ্ঞানহীন আত্বাশুণ্য
ত্রি কালের ছায়া জল ঢালে,
পীরিতের জল পড়বে কি গড়িয়ে
তোমার ছোয়া পেলে ।


সুঠাম দেহের মায়ার পরশ
অপেক্ষার বুঝি হল শেষ ,
বাহুর বন্ধনে পীরিতের ঝলাধারে
অনাধিকাল থাকবে এ রেশ ।


ভুলে গেছি এ ক্ষণে
কোথাই আমার অবস্থান,
শুণ্যতে আর ক্ষণিক ঢেউ ঢেউ
নৌ বাসরে লম্বা সটান ।