নারী
বহুরূপী সাধন,
তার করো আরাধন,
সেবায় দাসী মমত্বে বাঁধন,
মমতাময়ী মা সে মায়ার কানন,
গর্ভদানে জন্মদানে সেথায় পেয়েছো তুমি যতন ।


আমার
মমতাময়ী জননী,
দেখাইয়াছেন আমায় ধরনী,
শত যন্ত্রণায় উহু করেননি,
সেইতো মায়াবিনী ঘরের শোভায় ঘরনী,
পূজো তার চরণে,হবে জ্ঞানী গুণী ।


নারী
প্রেমো সুধা,
নরের প্রেমের ক্ষুধা,
মায়ার পরশ চায় সদা,
যেজন ভাবে ভোগ্যবস্তু সেজনই গাধা,
উজাড় করে দেয় সবই মানেনাতো বাঁধা ।