ভোর হল,
ফুটেছে পুষ্প প্রভাতিবেলা,
সোনালী সুর্য ছড়িয়েছে আভা,
বেরিয়েছি নিরুদ্দেশে,
যদি কিছু পাই ।


রৌদ্র বলাকা
হৈমন্তী রোদ শিশিরের গায়,
চৌদিকে নিষাদেরা অহর্নিশি তৎপর,
তবু আপন মনে ছুটে চলা,
যদি কিছু পাই ।


বৃত্তভেঙ্গে
নিবাস ছেড়ে, ছুটেছি প্রান্তরে,
সৎ গুরু যদি প্রেমের সম্মুখ নিয়ে,
সত্য প্রেমের প্রতিবিম্ব দেখায়,
আমি খুজিতেছি তাই ।


সাম্যরীতি
ধারণ করে ,তবু লেবাস মাখা সমাজ,
বিশ্ব মালিক কর্তা ছাড়ি
করছে সবাই কর্তাগীরি,
নাহি খুজি তবু তারে পাই ।