সব তৃষ্ণার মাঝে
বিতৃষ্ণা বিদ্যমান অনাবদি ,
সাধনা ছিল কাছে পাওয়ার,স্বার্থক পেয়েছি তোমায় ।
কিন্তু- কর্ম রাখে দুরে,
তাই বলে মন ছোট করোনা লক্ষি ,
এ দুরত্ব মধুময়তার অঙ্গ ।


একা শয়নে
মধুর ভাবনায়,
দেহতন্ত্রে নাচাই পুতুল,
গভীর রজনীতে,
জ্যোৎস্নার সিক্ততায় ,নীরবে নীভৃতে,
অনঙ্গ শয়নে,
তোমার স্পর্শ অনুভব করি ।


উত্তপ্ত অঙ্গে,
সৃষ্ট মধু রস,
টগ বগিয়ে করে খেলা,
মন চায় পাখি হতে,
এ কি সম্ভব !
না, নাগো না –
যখন আসি কাছে,
কল্পনা হয় বিলীন ,
নয়ন চাহনী শেষ হতে চায় না ।


এরপর ,না –না –
থাক এখন,
আছি তো ,
এ রাত তোমার আমার ।