আম্মু আমার খাঁচার পাখি ,
কে বদলে দিলো ?
কালকে খাঁচায় এ পাখি নয়,
অন্য পাখি ছিলো।


আদর করে ঘুম পাড়িয়ে
গেছি রাতের বেলা,
অন্যপাখির সাথে আমি,
করবো না মা খেলা।


শুনরে বোকা মেয়ে তুমি
কেঁদো না বুক ভাসাইয়া,
এই পাখিটা রঙ পাল্টায়
নাম যে মুনিয়া।


হা-হা-হা তাই নাকি মা!
খুশি হলাম; তোমার কথা শুনিয়া ।