হৃদয়ের আঙ্গিনায় ফ্রেমে বাঁধা
মায়াবী সেই মুখচ্ছবি,
আলো হারিয়ে নিগুঢ় আঁধারে
অস্তমিত যেন রবি ।
যত দ্রুত হারাবে তুমি
ততোই হবে মঙ্গল,
নব স্বপ্নে বাঁচবো আবার
পরিচ্ছন্ন মনের জঙ্গল ।


বড় স্বাদে মনের গহীনে
সাজিয়েছিলাম তোমায়,
এতটুকু প্রেম দাওনি তুমি
বিষাদে মন অসহায় ।
আজ নেই আর চাওয়া পাওয়া
দিয়েছো যে বেদনা,
খেলা করছে কষ্টরা সব
পরিপূর্ণ মনের আঙ্গিনা ।


কষ্টে আছি তবু অপেক্ষা
সুখের নেই রাখঢাক,
সজিবতা আসুক হৃদয়ে নব
আমারই মনটা আমারই থাক ।
দ্বিচ্ছারিনীর পদচারনায় আহত মনে
দিবানীশি কষ্টের বাঁক,
নিত্য কামনা প্রভুর কাছে
ঐ কষ্টরা মুছে যাক ।