আমার দিক চক্রবাল রেখা
    যে স্বপ্নের কথা বলে ,
        বুঝে তা শুধু গনক ।
মেঘ বালিকা স্বপ্ন আর
     অর্থ বিত্তের নহর ,
        বাস্তবতায় ভাঙ্গে টনক ।


বিশ্বাস আর অবিশ্বাসের দোলায়
   অসীম কষ্টিত জাগরনে ,
      শুনে যাই অনর্গল ।
উৎফুল্ল অভ্যান্তরে নিঃস্বরনে অগ্নি
     আগাম স্বপ্ন রোমন্থন করি ,
       গনক বচনে সুখের অর্গল ।


প্রাণের উচ্ছাসে নিংড়ানো সুখ
      বিত্তবান হয়ে বাচাঁর সরস ,
          সবই গনকের সম্মুখান ।
ফিরি যখন আপনালয়ে
      অর্থ কিছু গত করে ,
         সকল বচন মিথ্যা সুখটান ।