খুঁজছি তো খুঁজছি
তেপান্তরের মাঠ পেরিয়ে ,
জল কদর খাল ডিঙ্গিয়ে
দুর্দম উম্মাত্ত যৌবন নিয়ে ।


ঝিলের বুক ভেঙ্গে
বর্ষার বুক ছিড়ে ,
তীব্র বাতাস বিজলির ছটক
ঘুর্নিঝড় মাথায় নিয়ে ।


সোৎসাহে করে সব বর্জন
ঐ পাহাড়ের গুহা অর্জন,
ধন্য হয়েছে যে মাটি
মুহাম্মদ (সঃ) কে জম্ম দিয়ে ।


ঐ বাতাস ঐ আকাশ
নত করে শীঁর ,
গুনাহগার পাপী আমি ,
মরিবো তাঁর আদর্শ নিয়ে ।