মেঘহীন রোদ বড়ই প্রখর,
তবু দাঁড়িয়ে দেশপ্রেমের লিপলেট হাতে,
এসেছি আমি দেশপ্রেমের ভান্ডার নিয়ে,
অনন্ত প্রেমের শ্রাবণ হয়ে ।
প্রেমের মেঘেরা জড়ো হয়েছে আজ,
এখনই ঝড়বে বৃষ্টি,
জলদি এসো; সবাই ভিজে নাও ,
মুক্ত করো কলুষিত প্রেমের ময়লা ।


চোখে আজ টলমল লোনাজল,
দুদিকে পোকায় খাওয়া কর্ষিত সবুজ ক্ষেত ,
ফুলহীন কৃষ্ণচুড়ার গাছ দাড়িয়ে ।


এসো জড়ো হও,
জনে জনে বিলিয়ে দাও,
আমার মাতৃভুমির প্রেমোময় লিপলেট,


আমার আমীত্ব আমার স্রষ্টা
প্রতিক্ষণ আমায় শাসন করে বলছে –
আপনারে লয়ে বিব্রত রহিতে এসেছিস কি অবনী পরে ?
স্বার্থক করো জনম, দেশপ্রেম ও সমাজ সেবা করে ।