অমানুষ মানুষ হবে
বেজাত হবে জাত,
নিম্ম বংশ ক্ষমতাবান
উচ্চ বংশ কাত্ ।


অঘাট হবে সরু রাস্তা
চলবে রঙ্গিন গাড়ি,
নিঃঝুম নিত্য আঁধার হবে
বংশীয় লোকের বাড়ি ।


মাটির ঘর পাকা হবে
ছনের ছালে ছাদ,
নামী দামী পাকা বাড়ি
ছাদ বিহীন রাত ।


এলাকা হবে মেধা শুণ্য
মুরগী দেবে ডাক,
দাশের ছেলে বিচার করবে
মানীর কাটবে নাক ।


বাড়ি বাড়ি মসজিদ হবে
মুসুল্লী অগনিত,
কলি কালের ইমাম হবে
ছহীই ইসলাম ভীত ।


নিত্য নতুন ফতোয়া দেবে
ছহীই হাদীস নিপাত যাবে,
কোরাণ থাকবে সাইনবোর্ড
অর্থ নাহি রবে ।


এলেমহীন বড্ড আলেম
জুব্বা দাড়িতে বেশ.
আপন তরিকায় হাদীস বয়ান
ইসলামের নেই রেশ ।


প্রতি রাতে মাহফিল
ঘুমের করে ব্যাঘাত,
স্বর্গের চাবী দেবে তারা
নরক অগ্নী নিপাত ।