খুনসুটে স্বভাবের সখী মোর
কারো দিকে যায় যদি
মোর দৃষ্টি,
গাল ফুলায় আর মন ভারে
বিচলিত মন করে
খুঁজে নব সৃষ্টি ।


বুঝিলো না সখী মনের গভীরতা
এ হৃদয়ে যত ফুল সবই
তারই জন্য গাঁথা ।
সে মন সে ক্ষণ কি আর আছে
নব প্রেমে মন মজাইয়া
লিখিবো কবিতা ?


কি করে বুঝাই তুমি যে সহায়
রক্ত কনাতে মিশে তুমি,
হলে যে একাকার ।
কেন আসে এমন চেতনা
মনের ঘাটতি কি বলনা
দৃঢ় বিশ্বাস করো এবার ।