মনের গভীরে ভাবনার অন্ত নেই
ভাবি আর ভাবি ,খুজি আর খুজি
কত বেদনা কত আকাংন্খা কত কষ্ট ,
কত রাত বিনীদ্রায় !
আকাংন্খা আর স্বপ্নের মৈথুন মিথক্রিয়ায়
ভাবিতে ভাবিতে
আপাদমস্তক বার্ধক্য আসন্ন,
তবু তোমার প্রতিচ্ছবি আকঁতে পারি না ।


তুমি কেমন স্রষ্ট্রা গো !
আমি তোমার সৃষ্টির বাহিরে!
আমি গুনাহগার আমি পাপী,
তবে কি তোমার গোলাম নই !
এত কান্না এত সাধনা ,
তোমার কি হয়না দয়া !


শুনেছি তুমি দয়ার সাগর,
তোমার ঈশারাতে পৃথিবী চলমান,
তবু কেন শিষ্টাচারহীন পথভ্রষ্টা ,
অসত্য ও অসুন্দর পুজা থেকে
বিরত রহিতে তোমার দেখা চাই ।


সু শীতল ছায়ায় ,রেখোছো আমায়
সবুজ বৃক্ষলতার উষ্ঞুতায় ,
পাহাড়ি ঝর্ণাধারায় ,সাগর উপত্যাকায়,
সবই দিয়ে রেখোছো যতনে,
তব কেন দেখা নাহি দাও !
জম্ম জম্মান্তরের সাধ,
তোমাকে দেখার ।
তোমারই লাগি---
বেহেলার করুণসুর আজ আমার বক্ষ পিন্জরে ।