যে টুকু সময় তুমি থাকো পাশে
শিরা উপশিরায় অলিন্দ নিলয় ধমনী হাঁসে ,
সু বাসিত বায়ুকণা সঞ্চালিত গ্রাসে,
শান্ত জলে মোহনীয় উত্তাপে,শাপলা ভাসে ।


রসে ভরে ক্ষণে ,জাগ্রত যৌবনে
উত্তাল ঢেউ খেলে রক্তের প্লাবনে,
নরম বাহুর আবেগী আক্রমনে
ঢেউয়ের ঝাপটা প্রতি ক্ষণে ক্ষনে ।


বিদগ্ধ মন হয়ে যায় উচাটন
নহে বৃষ্টি নহে বাতাস সহনীয় প্লাবণ,
নির্ভয়ে নির্জনে প্রেমের সমীরণ,
কামনার স্রোতে নির্লীপ্ত স্থলন ।