চাঁটিগায় ভাষা সৃষ্টি
চাঁটিগায় বন্দর,
ব্যাঙের মুতে বর্ষা হয়,
দেখো কি সুন্দর ।


বাজেটের সিংহভাগ
চাঁটিগা থেকে যায় ,
চাঁটগা নিয়ে তবু কারো
মাথা ব্যথা নাই ।


কত সরকার এলো গেলো
প্রাচ্যের রানী বুলি ছাড়লো,
এসিড় ঝলসা চাঁটগার বদন
সার্জারী আর নাহি হলো ।


উড়ন্ত ব্রীজ হলো
দশটা গাড়িও চলে না,
বৃক্ষ মেলার কত আয়োজন
বই মেলা হয় না ।


কি জগন্য চাঁটগার ললাট
জনম দুঃখী চাঁটিগা ,
কত কষ্ট চাঁটগা বাসীর
সুশীল সমাজ দেখে যা ।