বিনা মেঘে বজ্রবৃষ্টি
ভিজিয়ে অঙ্গ একাকারে ,
আয়েস অনায়াসের যবনিকা ,
হতবিহ্বল স্তম্ভিত স্থীর পলক
মস্তিস্কে ঘুরপাক সকল ছন্দপতন ।


সুখের সেই নীল নকসা
অনায়াসে ভেঙ্গে চুরমার ,
ইতস্থার ভারে প্রলম্ভিত ক্ষণ ,
বলি এক বুঝে অন্য ,
আসন্ন ক্ষণ হবে দুঃখের বনায়ন ।


কষ্ট দুঃখ রক্তে মিশে
সুখের লাগি বাধিঁছিনু ঘর,
আসিবে না সুখের জোয়ার ,
নকসাহীন কাথাঁর ক্যানভাসে ।


দুরে আছি সেই ভাল
বুকে নিয়ে বেদনা ,
বাধিঁঘর চাইনা আসুক
নবরূপে নব যাতনা ,
হিরণ্য রোদ্রের অভিলাসি ভোর
নাইবা আসুক জীবনে,
যেমন আছো তেমন থাকো
সুজন হয়ে যতনে ।