অনাধীকাল তোর মঙ্গলের প্রত্যাশায়
বাধিঁছিনু তেই সুখের বাসর
বালিময় এ নদীর কুলে ।
এ বাসরে দিয়ে তালা
হয়ে তুই পথ ভোলা
যাসনে আমায় ভুলে ।


উম্মক্ত এ হৃদয়ে সুখময় নিকেতনে
ছায়া হয়ে থাকিস মনে
হৃদযে করিস প্রেমো খেলা ।
মানুষকে ভালবাসা খোদা পাওয়ার পুর্ব আশা
তোরে নিয়ে বাধঁছি বাসা
ক্ষয়ে যাক জীবন বেলা ।


আমার হাতে তোর খাওয়া
তোর হাতে মোর,
শয়নে দুজনে একই রঙ্গিন স্বপনে ,
অতৃপ্ত ক্ষুদা দিয়ে প্রেমোসুধা
বিলিয়ে দুজন দুজানাতে
ভাঙ্গিবে নীদ সুমধুর পাখির কলতানে ।