স্বপ্নের শেষ সীমানায়
দুঃস্বপ্নের বসবাস, আলোহীন ঘোর আঁধার,
নিজেকে দর্পনে দন্ডায়নে দাড়ালে,
রিমান্ড খাওয়া আসামীর মতো,
অনর্গল বলতে থাকে আপন প্রতিচ্ছবি ।
তখনই গোখরা সাপের বিষের ন্যায় ছেয়ে যায়,
খয়েরী রঙের কলিজাটা।
স্বপ্নের তামাশায় যৌবন যবনিকাপাত ।
সৈকতে বালি উপডিয়েছি দো-আঁশ মাটির আশে,
মাটির নিচে সব জল মিশানো বালি ।
থর থর ফাগুনের ঝড়,
নড়বড়ে পদ যুগল,বহেনা সহেনা দেহের ভার,
ডগডগে রঙিন নেশায় ফেরা যায় কি সেই সোনালী শৈশবে !
স্তিমিত জমাট রক্ত,
চাহনীতে ঝাপসা লাগছে ,
রঙের ভুবন ।