আম্মু বলে এসো খোকা
বই নিয়ে ছড়া পড়ি,
পোষা বিড়াল বলে খোকা
মাটিতে দিই গড়াগড়ি ।


আঙ্গিনায় সব মোরগ ছানা
খুজে খুজে খাচ্ছে দানা,
আব্বু বলে পড়ার সময়
অন্য দিকে দেখা মানা ।


হাঁসগুলো সব লাইন ধরে
পানিতে ভেসে খেলা করে,
গরু বাছুর দুধ খেতে
ক্ষণিক পর লাফ মারে ।


আমারও তো ইচ্ছে করে
তাদের সাথে মিশে,
বিদ্যা ছাড়া এ স্বপ্নের
মুল্য কি আর আছে !