সমাজপতির রক্ত চক্ষু
পোষ্য লাঠিয়ালের গর্জন,
প্রতিবাদের শব্দ করলে
নির্যাতনের বর্ষন ।


এরাই নাকি সরকারের
লেজুড় ভিত্তি করে,
মার খেতে হয় আমজনতা
যদি একটু নড়ে ।


এহেন কর্ম অবিরত
নিরহ জনতা তটস্থ,
আইন মানা সাধারণ
সদা থাকে পরাস্ত ।


সন্তান তুল্য লাঠিয়াল যদি
মাথায় তুলে লাঠি,
আত্মদহনে জ্বলি তখন
পিতৃকূল হয় মাটি ।


ত্যাগ করে নাগরিকত্ব
কোথায় যে পাই সভ্য সমাজ,
শিঁর নিচু প্রতিক্ষণ
হারিয়েছি লাজ ।