আমার হৃদয়ের সুউচ্চ
    মিনারে পূর্বে অগনিত সিড়ি
       সু সজ্জিত ভাবে বিদ্যমান ।
যা একমাত্র স্রষ্টা প্রদত্ত
     স্বপ্নময় স্বচ্ছ সরোবরে
       বিশুদ্ধ হিমান্কভরা মায়া বহমান ।


মেঘ বৃষ্টি ষড়ঋতু
   আম্রকুন্জরীর সুবাশে হাওয়া
        প্রকৃতির সহনীয় মিষ্টি আলো ।
পাহাড়ি ঝর্ণাধারার মোহিত শব্দ
    সমুদ্রের চলমান জলধারার কলতান
        হরেক পাখপাখালী কালো আর ধলো ।


কাল থেকে মহাকালে
   যুগ থেকে যুগান্তরে
      বিলাসী কাননের ফুলশয্যা ।
আসবে কি হতে শয্যা সংগিনী !
       মায়াময় আবেশে নিজেকে বিলিয়ে,
            নেশাতুর নয়নে ত্যাগ করে লজ্জা ।