হ্যালো
শব্দে লাগে ,
সুরের মুর্চনায় জাগে
কর্ণে কথন গা লেগে ,
মধু কন্ঠে ভাললাগার সুরের গন্ধে,
বক্ষ বিদীর্ণে নির্মল অন্দরে শিহরণ জাগে ।


বলো
কেমন লাগে !
প্রাণান্ত মিলনের সম্ভোগে,
স্পৃহা জাগে,হর্ষ চিত্তে আবেগে,
নীশথ লগনে চন্দ্রতাপে কামনা জাগে !
তাহলে স্বার্থক হবে আকাশছোয়া অন্কুর আলোভেদে ।


কি হলো!
নিশ্চুপ বদনে,
উত্তপ্ত নিঃশ্বাস নির্গমনে,
শুনছি কর্ণযুগলে কামুক মনে,
পেতাম সন্নিকটে কপোলে টিপ বাহুবন্ধনে ,
অধরের ঘর্ষনে রাঙিয়ে ঠোটেঁ মধু মিলনে ।