আপনারে লয়ে বিব্রত রহিতে
এসেছিলি তুই অবনী পরে,
আপন  স্বত্বায় , আপন পুজারী
পুজনীয় সখা পর করে।


তুই ছিলি যার আঁধার ঘরের
কুপি বাতির আলো,
পিঞ্জর ভেংগে উড়াল দিয়ে
বেশতো আছিস ভালো ।


যত দোষ নন্দ ঘোষের
অহংকারের খরা,
তুই বিহনে সেই সখা আজ
জীবন থাকিতে মরা।


সবুর সখা, দম্ভের পতন
অঝোরে কাঁদিবে যেদিন,
সখার জীবনে সন্ধ্যা লগনে
চেয়ে রবে শুধু প্রেমহীন।


অবচেতন মন, নয়নে বারি
কম্পন ঠোঁট, শুধু তাকিয়ে,
কাঁদিবে জড়িয়ে প্রায়শ্চিত্ত নয়নে
উঠিবেনা প্রেম জাগিয়ে ।


থাকিতে সময় হেলায় বেলা
আপন করে পর,
শুনিবেনা কেহ কান্নার আওয়াজ
নিরব নিথর ঘর ।