ঘটিলে আমার শেষ যবনিকা
জলদি কবরে দিও শয়ন,
পুরনো স্তূপ দিয়ো উপরে
কবর খুজে পায়না যেমন।


আসিবে কিছু দরদী ভক্ত
নব্য ফুলের মালা বুনি,
শ্লোগানে মুখরীত করে
বানাবে আমায় মহাগুণী।


চাইনা এমন গুনের সমাদর
বেঁচে থাকিতে যা পাইনি,
জীবন থাকিতে সমাজের বোঝা
মরলে কি হয় মহাজ্ঞানী?


এ নহে আমার প্রতি প্রেম
যার যেমন উদ্দেশ্য প্রকাশ,
লোক দেখানো দরদের বাহার
দরদী সাজার বহিঃপ্রকাশ।


এ কারণে অভিশপ্ত এ বাংলো
গুনের কদর করে না,
দুষিত এখন বাংলার মাটি
গুণী আর জন্মায় না।