কি এক যন্ত্রনা !
নীদহীন রজনী ,
মনের রঙিন পর্দায় ভেসে আসে,
শুধু মায়ার শিকড় মুখখানী ,
আমার নিদ্রা কেন অপহৃতা !


ইলিশ ফাইলের মত
এ কাত আর ও কাত
অহেতুক দোষি ছাড়পোকা আর মশাকে,
কিসের যেন কামড়ের অনুভুতি,
বিজলী বাতিতে কিছু নেই কেন ?


বাতি অফ
আবার নিঃস্বফল অপচেষ্টা,
দুঃস্বপ্ন ছাড়াই গাঢ় মধ্যরাত,
নীদছাড়া স্বপ্নহীন দীর্ঘ ঘুম নেই,
নিদ্রাস্নাত জাগরনীর মৃত্যু,
অনিদ্রায় নিঃশব্দ অন্ধকার রাত।


ক্ষনিক পরে ,
আধাঁরে হাতড়ে হাতড়ে,
এ লাগামহীন হাত কাকে খুজে ,
ইচ্ছে করছে ঘুমানো চোখ কে
বাস্তব বর্ণনা দিয়ে
কিছু ঘুম ধার করে আনি ।