আসিবো পুন:ফিরে
তোমাদের মর্ত্যালোকে
প্রভাতে জ্ঞানের ফেরী করে
নর্দিত নক্ষত্র স্নানে ।


আগে যেতে দাও নির্জনে
মাংস পচে মিশে যাক,
হয়ে মাটির সাথে একাকার
হাড়গুলো পড়ে রবে অযতনে ।


বিকট একটা শব্দ হবে
ইস্রাফিলের ফুৎকারে          
ঘটিবে কেয়ামত
হাড় মাংসের পুন: মিলনে ।                                  


পুল ছেরাত দিতে পাড়ি
থাকবে আমার তড়িগড়ি
হয়তো পড়ে যাবো অগ্নিকুন্ডে
নয়তো যাবো শান্তির নিকেতনে ।


আমি তখনের কথা বলছি
পুন: জীবনের নয়,
সেখানে ও লিখে যাবো
প্রজন্মের জ্ঞানের অন্বেষনে