অলসতা এক লাজুক বধূ,
স্বপ্নের বাসরে নিত্য ফুলশয্যা,
দোলে দামাল হাওয়ায়
কুন্দ ফুলের হাসি সদাই ।
কায়োমনেবাক্যে আত্মবিনাশি বেশ সক্রিয়,
নিজের অজান্তে আপন আত্মা বন্দি করে,
অলসতার কারাগারে ।


ভাজ হওয়া হাটুর গিরায় যখন
ক্যালসিয়ামের বিয়োগ হয়,
উঠিতে আর বসিতে চিৎকারে
সন্ধিৎ ফিরে আসে ।


চাহনীর ঝাপসায় খরস্রোতা অন্ধকার ,
ক্রমেই আঁট-সাঁট শরীরের বসন,
তাৎপয্য হারায় স্বপ্নময় শয্যা ।


যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে আনা যায় ?