চলার পথে যদি হয়
ব্রেক ছাড়া গাড়ি,
ঝড় তুফানে আতংক
নদীর পাড়ের বাড়ি
শান্তি নেই বউ যদি হয়
পর্দহীনা নারী ।


রেখো মনে প্রতিক্ষণ
গুরুজনের উপদেশ,
সদাই রেখো উপকারির
উপকারের রেশ,
মনে রেখো মৃত্যুর কথা
থাকবে তুমি বেশ ।


সত্য কাজে ব্যবহার করো
তোমার হাতের কলম,
কথায় কথায় বলিও না
বলছি আল্লাহর কসম,
কোন পথে হাঁটছো তুমি
ভেবে ফেলো কদম ।


কথায় কথায় মিথ্যা বলা
নেইরে কোন সার,
নাপাক পানির জন্ম তুমি
করোনা অহংকার ,
অসহায়কে দিয়ে কষ্ট
অভিসপ্ত হইও না তার