কেন আজি বদনে গো, অরূপ স্বরূপা
আলতা রাঙ্গা গোড়ালী,নরম ঘাষে দু পা ।
ললাটে লালিমা টিকলি, গোলাপ ফোটা খোঁপা
অন্তরালে সৌরঝিল্লী ,কর্ণে দুটি রূপা  ।


আমিতো আমীত্বহীন, দেখেছিনু কি অবেলা
আলোর ঝলকে,রূপের ছটোকে,আখিঁতে সরিষামেলা ।
কাঁরুখঁচিত কর্মে, বক্ষস্তনে, শুভাসিত তালা,
কপোলে রাজঁসিক তীলক আলোতে,আসিবেনা সন্ধ্যাবেলা ।


রাতের আধাঁর থমকে দাড়াবে,রূপের প্রতিরোধে,
আধাঁর যদি নাহয়,শ্রমজীবি সব,কি করে যাবে অবসাদে !
আমি মুর্তি, তুষার বোষ্টনে,দাড়িয়ে স্থীর রক্তস্রোতে ,
কিঞ্চিৎ প্রেম দাও,অচেতন দেহ ফিরে যাক বোধে ।