সেকালের ধর্মীয় বোধ ছিল
স্বকৃতজ্ঞতা আত্মত্যাগ,
স্ববিনয়ে স্রষ্টার কাছে
নতশীরে অবনত মস্তক ।


এ কালের সে উৎসব
মানবতা জিম্মি করে,
অর্থ আয়ের অপকৌশলে
খুজিতেছে প্রতিক্ষণ সুযোগ ।


মনুষ্যত্বের ভেদাভেদ নিদন করে
ধনী গরীব খুলী মজুর,
রাজা প্রজায় এক আত্মীয়
বক্ষ মিলনে আত্মতৃপ্ত বোধ ।


স্ব কর্মে আজ গোত্র করে
স্রষ্টার ভয় পায়ে ঠেলে,
দ্রব্য মুল্যের উর্ধগতি
করে অতি অহংকার বোধ ।


শাসকের বক্র চাহন
করে না-তো অন্যায় বারণ
নাড়ীর টানে গাঁয়ে যাওয়া
নিরহদের বিরক্তি বোধ ।


ঈদ তো যেন মহাকাল
ধর্মভিরুর অর্থ শোকের মাতম,
আপন দেশে পরাধীনতা,
হারিয়েছে ধর্মোৎসবের বোধ ।