গতকাল বিকাল থেকে, ঘরশুন্য দেখে
জিজ্ঞাসিলাম তব জননীর তরে,
হয়ে বিনয়ী , কহিল জননী
ছেলে গেল তার মাইজভান্ডারে ।


কহিলাম তারে,যেতে কেন দিলে
ওখানে গিয়ে কি করে !
কহিল আমারে,বার্ষিক ওরশে
পীরের কদম বুচি করে ।


আহারে যাদু ,ভান্ডারে কি মধূ
পীর রেখে আপন ঘরে,
নত করে শীর, যারে ভেবে পীর
ঈমান আকিদা নষ্ট করে ।


সামনে যতোক্ষন, পীর ততোক্ষন
দোয়ার ভঙ্গিমা করে,
জনক জননী,দিবা কিংবা রজনী
দোয়া চায় আল্লাহর দরবারে।


শুনিয়া ঢোলের তাল , হয়ে বেসামাল
খুঁজো তুমি যারে,
হয়ে পথভ্রষ্টা , সেখানে নেই স্রষ্টা
স্রষ্টা খুজো আপন ঘরে ।


জম্ম দাতার কদম ধরো, পীরের কদম ছাড়ো
মা বাবাই আসল পীর জগৎসংসারে,
শিরীক আর বেদাত ,ইসলামের প্রতিঘাত
শয়তান আত্মায় ভর করে।


ঘরে রেখে বটগাছ,ছাড়িওনা তার পাশ
সুশীতল ছায়া পরপারে।
যারে ভাবছো পীর, নত করে শীর
খুঁজে পাবেনা তারে।