আমি ক্ষন পুর্বে
তোমাদের সভ্য সমাজ অন্তরীন,
সবুজ শ্যামল বনবাদাড়ি নিয়ে
আমার নব সাজে নব সংসার ।


নীরবে অশ্রু বির্সজন
এ কান্না কোন মায়ের
প্রসব বেদনার নয় ,
নীরবে নিভৃতে আহাজারি ,
এ তোমার ছলনা প্রেমের
কামাতুর লীলার ফসল ।


অনুশোচনার বারী সিঞ্চনে
স্যাঁত স্যাঁতে বিষাক্ত প্রাণীর আস্তানায়
ভয়হীন এলিয়েন হয়ে ,
আমার সরল মন যন্ত্রানায় কাতরায় ।


থাকো বেশ সুখে
সভ্য সমাজের অসভ্যদের নিয়ে ,
নয়ন জল কালি করে ,
লিখে গেলাম,
আগামী প্রজম্মের জন্য ,
মহাকালের এ চরম পত্র ।