বিলের মাঝে ঘোলাজলে
পুঁটিরা সব লম্প করে,
তাই দেখিয়া কালাম চাচা
বক ধরার ফন্দি করে ।


আইলের পাশে দুর্বা ঘাসে
ফাঁদ দিয়েছে পেতে,
সরস শ্বেতী কানা বগি
বসলো ওৎ পেতে ।


লম্বা ঠোঁটে গাপুস করতে
পা আটকায় ফাঁদে,
পাখা ঝাপটায় আত্মরক্ষায়
খাঁ খাঁ করে কাঁদে ।


তেড়ে আসে কালাম চাচা
ঝাপটে ধরে বকটা,
ক্ষুদার জ্বালায় প্রাণ বাঁচাতে
আপন জীবন ভাটা ।