অনেক দিন পর তোমায় দেখে
অবাক বিষ্ময়ে তীর্যক নয়নে,
মুগ্ধতায় আছি তাকিয়ে
উত্তেজনার কীটগুলো ঘুর্ণায়নে।


প্রাণ পেলো আপন স্বত্বা
ওষ্ঠজুড়ে শীতের খেলা,
কোন রজনীতে দুজন দুজনাতে
কাটিয়েছি নীরব রাতের বেলা।


প্রাণ স্পন্দনে নীরব ধমনী
প্রাণদান পরিজাতে পক্ষ পলাশ,
মনের মাঝে লীলা খেলা,
মনেই তোমার বাস।


আজি মধু নিতে ব্যাকুল মৌ
ফাগুনের বার্তা মৌ-য়ের গায়,
এসো গো প্রিয়া ব্যাকুল হইয়া
ললাটে ললাট মিলায় ।


অধরে অধর মিশে বুক পিষে
হয়ে যাক একাকার,
দিশাহীন দেহ খুজে পাক দিশা
নির্গত হউক ভালোবাসার সার।


তুমি ওগো তোমার তুলনা
এ ছবি জগতে মেলাভার,
তোমারই বিরহে নিত্য ছিল
আহত হৃদয়ে হাহাকার।


সুখের ঢেউএ যাক হারিয়ে
দিশাহারা এ দুটি দেহ,
বহু দিন পরে কাছে আসার সুখ
বুঝিতে পারিবে  কেহ!