ভালবাসা ভাললাগায় সমবন্টনে এসো,
প্রেমোময় সবুজাবো আকাশ নীলিমা সৃষ্টি করি ।
স্বপ্ন দেখাইও না, আমি স্বপ্নের পুজারী নই ।


নীম পাতার বাগানে বসে
দারুচিনির দ্বীপ স্বপ্ন দেখাইও না ,
তিস্তায় ঘোলা জলে,
স্বচ্ছ পানির স্বপ্ন দেখাইও না ,
তা ধিন তা তবলার আসরে,
কৃষ্ণের বাঁশির স্বপ্ন দেখাইও না ,
অমাবশ্যার আঁধারে দাড়িয়ে,
জ্যোৎস্নার আলো স্বপ্ন দেখাইও না ,
মনের মাঝে কিন্তু রেখে,
প্রেমো টানের স্বপ্ন দেখাইও না ,
শীতের কনকনে শিহরণে,
মিলনের সুঁড়সুঁড়ির স্বপ্ন দেখাইও না ,
বর্ষায় কাদায় অবস্থানে,
পিচঢালা পথের স্বপ্ন দেখাইও না ,
কাল বৈশাখী ঝড়ের তান্ডবে,
ফাগুনের বিকাল স্বপ্ন দেখাইও না ,


আমি স্বচ্ছ ,অস্তিত্বে ,সত্বায়, বৈজ্ঞানিক সুত্রে,
কাল মহাকালে, যুগে মহাযুগে,
বাস্তবতায় শুধু তোমাকে পেতে চাই ।