আমার প্রত্যশা ক্রমবিবর্তনে সুতীব্র পাওয়ার আর্তনাদ
উর্ধ্বাকাশে অমাবশ্যা রাতের ন্যায়,আঁধারের মৈথুনে
মিথক্রিয়ায় অন্ধ জলধারায় যেন,
অবিশ্বাস্য প্রত্যশায় অনন্ত অভিযাত্রায়
বৈরী প্রেমের কুয়াশা জমাট বদ্ধ আজ ।


আকাংঙ্খার দহনে জ্বলে অঙ্গার,
তোমার প্রতি বিতৃষ্ণা এখন অন্তর আত্মা ।
মনে করতে চাইনা ঐ দম্ভমাখা বৈরীমুখ,
ভুলে যেতে চাই যত কথন ।
দেনা পাওনার সুখময় ক্ষণগুলি ।


পালা বদলের রূপায়িত জীবনের
কষ্টের বিষ্ফোরন ঘটিয়ে নব জীবনের
সুতীব্র আশায় আপন সৃজন করতে চাই,
নব রূপে ।


ভালোবাসার নামে বিচিত্র পালকে
নিজেকে যে ভাবে বিকষিত করেছো,
আমার সাজানো বাসরের ফুলগুলি
ঝর ঝর ছিড়ে গেল ,যা ছিল অপ্রাত্যশিত ।


অনাকাংঙ্খীত ময়লা পানির বন্য
মনের আঙ্গিনায় এখনও বিদ্যমান ।
এ আঙ্গিনা পুণঃ সৃজনে ক্ষয় হবে
কয়েকটা বসন্ত,তবু ছুটে যাবো,
অনন্ত সেই শুভ্র আঙ্গিনায় ।


তোমার তীব্র আকর্ষন জলাঞ্জলী দিয়ে
বাঁচতে চাই নিঃসঙ্গ সুখের পায়রা নিয়ে ।