সবুজাবো মানচিত্রে
মধ্যখানে হালকা লাল,
সিড়ি বেয়ে মুজিব রক্তে
হলো আরও গাঢ় লাল ।


যে বাঙ্গালী লাঠি দিয়ে
তাড়াইলো পাকিস্তান,
বীর বাঙ্গালী ব্যর্থ হলো
রক্ষা করিতে মুজিবের প্রাণ ।


খুনীর বিচার ফাঁসি হলো
তবু বুকটা শুন্য রইলো,
জাতি আজ পিতৃহীনা
পিতা কি আর ফিরে এলো ?


কেন আগষ্ট বারে বারে
জীবনে হয় বহমান,
মনটা শুধু কেঁদে বলে
শেখ মুজিবুর রহমান ।