তোমার অভিমান ভরা আহবানে
এসিডে ঝলসানো পান্হপথ,
বানে ভাসা সরব তরঙ্গ,
কষ্টকে মিষ্ট মনে ,
খেয়াতরী ভাসিয়ে ছুটেছি তোমার পানে ।


কেন গো আজ পাখির কূজন
মিষ্টি হিমান্কে হৃদয়ে কাপঁন ,
অরণ্য অটবি পাদদেশে তোমার বাস,
মনের ডাল পালায় মায়াময় তরঙ্গ,
অস্থির অপেক্ষন আমার আগমনে ।


নীলম্বরী নীলমাখা বস্ত্র দেহাংগে
কেন আজ নব সাজ লাগছে,
বাতায়নে দাড়িয়ে খুলেছো দুঁয়ার,
এক অস্পরী হুর যেন দাড়িঁয়ে,
স্তম্ভিত ক্ষনিক দেখিলাম দু নয়নে ।