(বিশিষ্ট ব্যক্তিদের সংলাপ নিয়ে এ লিখনী )


তুমি করো কেন অজুহাত!
তোমার জীবনের স্বপ্নগুলো বাস্তবায়নে অজুহাত বড় অন্তরায় ।
এতে শুধু তোমার হতাশা আসবে,যদিও হতাশা আজকাল বিলাসিতা,
অজুহাত পায়ে ঠেলে,হতাশার জায়গাটি দখল করে নাও,
তৃপ্তি মাখা ক্লান্তি তোমার অপেক্ষায় ।


জীবনটা শুধু তোমারই ,আমি শুধু পরামর্শ দিতে পারি,তাই বলে চাপিয়ে দিতে চাই না ।
অলসতা ভর করে জীবনটা কাটিয়ে দিও না ,জীবন করো কর্ম চাঞ্চল্য,বিশ্রাম নেয়ার জন্য
কবরের জীবন কেয়ামত পর্যন্ত পড়ে আছে ।পরিশ্রম করো,ব্যর্থ হওয়া মানে জীবনে হেরে যাওয়া নয় ,
হাল ছেড়ে দেওয়াই হেরে যাওয়া ।
সৎ নেশা করো ,সৎ পেশায় থেকো ,দুটোই যদি মিলে যায়,তাহলে তুমি সৌভাগ্যবান ।
আয়নাময় এ পৃথিবীতে ,তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে,ঠিক তেমনই তুমি ফিরে পাবে ।
পরিশেষে একটা কথায় ইতি টানতে চাই ,
পৃথিবীর সুন্দরতম জিনিষগুলো কখন ও ছোঁয়া  যায় না,দেখা যায় না,
হৃদয় দিয়ে অনুভব করতে হয় ।
আমার কথা গুলো অনুভব করবে ,দেখবে আমি তথা জীবন কত সুন্দর ।