আমি
এক আকাশ ,
এক পৃথিবীতে বসবাস,
শুধু কয়েকশ ঘন্টার দুরাবাস ,
ভুল বুঝে আমায় করলে পরবাস ,
ঘন বরষায় ঘনশ্যাম ক্ষণে আছে দীর্ঘশ্বাস ।


তুমি
হানিলে বিশ্বাসে
তোমার বদ নিঃশ্বাসে ,
অমীয় আধাঁরে মিত্রতা রচে!
মনো পাখি নয়ন বারীতে ভাঁসে
আশেক হন্তাকি বিশ্বাসঘাতিনী দিলে আঘাত বিশ্বাসে ।


সে
আমি একাকি ,
চৌদিকে শুণ্য পৃথিবী ,
আলো আধাঁরের মধ্যখানে প্রেমোদেবী ,
ক্ষীন আলোতে আবছা ঐ ছবি ,
সাথীহীন এ ক্ষনে অঙ্কুরেই বিনষ্ট পল্লবী ।