আমি
নীরবে ঘুমিয়ে,
হাটো পথিক ধীরপায়ে,
তোমার গোষ্ঠি আছে ঘুমিয়ে,
করোনা রব আছি নীরবে শুয়ে ,
কখন আসিবে কেয়ামত ,যাবো কখন  বিচারালয়ে !


কবর
বড্ড আঁধার,
হচ্ছে কুকর্মের বিচার,
শুনেনা স্বজন আমার আর্তচিৎকার,
যাদেরেকে দিয়ে এসেছি আমার স্বত্বাধিকার ,
সৎকর্ম সুজন অসৎকর্ম বিজন নেই জামিনদার ।


বলছি
সুপথ ধরো,
যতসব অপকর্ম ছাড়ো
ধর্ম মেনে কর্ম করো,
গীবত ছেড়ে ঈমান নিয়ে মরো ,
মোহমায়া ত্যাগ করে আপন পথ ধরো ।