আমি
পেয়েছি সমান্তরাল,
খুজিবোনা নব ডাল,
পেয়েছি যারে থাকিবো ইহকাল,
আছিতো বেশ সুখে নেই জন্ঝাল,
পেয়েছি যারে বক্ষ আদরে থাকবো অনন্তকাল ।


যেন
তরঙ্গ নাই,
একই সুরে গাই,
যখন খুশি তখন পাই,
হবে কি নব খুজে বেড়াই !
নির্মল নিশাজল সবইতো তার কাছে পাই ।


চষি
উর্বর ভুমি,
উপযুক্ত চাষের জমি,
আকুতিভরা আবেগময় চাষে আমি,
রাতের নিস্তব্দতায় মধুর বেদনায় চুমি,
থাকিবে অমর প্রেম যতকাল রবে জন্মভুমি ।