বিশ্বাস অবিশ্বাসের দোদুল্যে
মনের সবুজ বেষ্টনী,
বিষ্ময়ে আজ নির্বাক ,
বিশ্বাসের বিপরীতে অবিশ্বাসের আঘাতে,
শংকিত জীবনে
খন্ডিত বি খন্ডিত আমার বিবেক বোধ,
এ বিবেকে কি আর ,
অসভ্য সমাজ সংস্কার সম্ভব ?


আমি যদি থেমে যাই –
      হে প্রজন্ম
তোমরা ওখান থেকে শুরু করো,
আমি সুচনা করে গেলাম ।


হিংসা আর পরনিন্দার  বিরুদ্ধে,
তোমরা দুর্গ গড়ে তোল ।
বিস্ফুরিত বালুরাশি হয়ে,
বাংলার আকাশ কালো হউক ।
দামাল বাতাসে বিকট গর্জনে
নিমজ্জিত হউক মহাসাগরে ,


ততোদিন যদি বেঁচে থাকি
আমি হবো ক্ষান্ত,
আর ,মরে গেলে
ওপারে থাকবো শান্ত ।