জগৎটা আইসিও সিনড্রমের মত একটা হিমাগার ,
দুষিত বাতাসের ছড়াছড়ি বলে,
আমার মুখে অক্সিজেন লাগানো,
দু হাতে ইনজেকশনের সুই চেপে রাখা
নিরাপদ ষ্টিকার ।
চোখের চাহনীতে সবই দেখছি,
আর ভাবছি—
জগৎ মানুষ আর অসম্ভাবনা ।


অমানবিকতা কেড়ে নিল আমার
মস্থিস্কে কিল-বিল করা প্রেমো পোকা,
সাবাড় করে গেছে তারা চলে
হিমাগারে আমি বড় একা ।


আমি খুঁজছিলাম নিঃস্বার্থবান প্রেম
মানুষের ভেদাভেদহীন সমাজ ব্যবস্থা ,
মানুষ থাকবে মানুষতথা পশুর জন্য ,
আমি পেলাম পশু মানুষের জন্য ।
এটা কি মানবতার লজ্জা নয় ?


এ লজ্জা নিয়ে হিমাগারে না থেকে কি ,
নীল নদের পাড়ে নীল দেখবো ?